পাথরপ্রতিমায় ভোটকেন্দ্র থেকে বৃহস্পতিবার সকালে উদ্ধার পুলিশকর্মীর ঝুলন্ত দেহ
Thursday, April 1 2021, 11:45 am
Key Highlightsপাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রের গুরুদাসপুরে কমল গাঙ্গুলী নামক এক পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বৃহস্পতিবার সকালে। ভোট কর্মীরা বুথে এসে দেখেন ওই পুলিশকর্মী সিলিংয়ের সঙ্গে গলায় গামছার ফাঁস লাগিয়ে ঝুলছে। তাঁকে তৎক্ষণাৎ কাকদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বুথের মধ্যে কিভাবে পুলিশকর্মীর ঝুলন্ত দেহ এল তা নিয়ে তদন্তে নেমেছে সুন্দরবন জেলা পুলিশ। মনে করা হচ্ছে আত্মহত্যা করেছেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, আপাতভাবে ভোটের সঙ্গে এই আত্মহত্যার কোনও যোগ নেই। অন্যদিকে, দ্বিতীয় দফার ভোট ঘিরে অশান্ত বাংলা। নন্দীগ্রামে BJP কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল।