Sukhoi Jet । কেনা হবে ২৪০ সুখোই যুদ্ধবিমান, HALএর সঙ্গে স্বাক্ষরিত ২৬,০০০ কোটি টাকার চুক্তি

Wednesday, September 11 2024, 6:01 am
highlightKey Highlights

ভারতের প্রতিরক্ষা আরও দৃঢ় করতে কেনা হবে ২৪০ সুখোই যুদ্ধবিমান।


ভারতের প্রতিরক্ষা আরও দৃঢ় করতে কেনা হবে ২৪০ সুখোই যুদ্ধবিমান। প্রতিরক্ষা মন্ত্রক বেঙ্গালুরু-ভিত্তিক হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) এর সঙ্গে ভারতীয় বিমানবাহিনীর সুখোই৩০ এমকেআই যুদ্ধবিমানের জন্য ২৬,০০০ কোটি টাকার ২৪০টি এরো ইঞ্জিনের চুক্তি স্বাক্ষর করেছে। আইএএফ ২৬০টি এসইউ৩০ এর একটি বহর পরিচালনা করে এবং দুর্ঘটনায় হারিয়ে যাওয়া বিমানগুলির ক্ষতিপূরণ করার জন্য ১২টি অতিরিক্ত যুদ্ধবিমান পাবে। এইচএএল ওড়িশার কোরাপুট  থেকে প্রতি বছর ৩০টি এএল ৩১এফপি ইঞ্জিন সরবরাহ করবে, আট বছরের মধ্যে বিতরণ সম্পন্ন হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File