আন্তর্জাতিক

Bangladesh | বাংলাদেশে ২৮৮কোটি টাকার সাংসদ কোটার ২৪টি বিলাসবহুল গাড়ি উঠছে নিলামে

Bangladesh | বাংলাদেশে ২৮৮কোটি টাকার সাংসদ কোটার ২৪টি বিলাসবহুল গাড়ি উঠছে নিলামে
Key Highlights

সাংসদের শুল্কমুক্ত গাড়ি নিলামে উঠছে, ২৮৮ কোটি টাকার বিলাসবহুল গাড়ি বন্দরে আটকা।

নিলামে তোলা হচ্ছে বাংলাদেশের ২৪টি বিলাসবহুল গাড়ি। এই গাড়িগুলির দাম প্রায় ২৮৮ কোটি টাকা। সংসদ বিলুপ্ত হওয়ায়, শুল্কমুক্ত গাড়ি পাওয়ার সুযোগ নেই সংসদ সদস্যদের। সেই কারণে তাঁদের জন্য আনা ২৮৮কোটি টাকা মূল্যের ২৪টি বিলাসবহুল গাড়ি নিলামে উঠতে চলেছে। সেগুলির মধ্যে আছে ১৫টি ল্যান্ডক্রুজারও। আইন অনুসারে, ১৪ অক্টোবরের মধ্যে এই গাড়িগুলি ছাড় করিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু অগস্ট মাসেই সংসদ ভেঙে যাওয়ায় শুল্কমুক্ত সুবিধার সুযোগ নিতে ব্যর্থ হন সাংসদরা।