দেশ

Medha Patkar | ২৩ বছর আগের মানহানির মামলায় ৫ মাসের কারাদণ্ডের সাজা পেলেন সমাজকর্মী মেধা পাটকর!

Medha Patkar | ২৩ বছর আগের মানহানির মামলায় ৫ মাসের কারাদণ্ডের সাজা পেলেন সমাজকর্মী মেধা পাটকর!
Key Highlights

২০০১ সালে মামলাটি দায়ের করেছিলেন বর্তমানে দিল্লির উপ-রাজ্যপালের পদে থাকা বিনয় কুমার সাক্সেনা।

২৩ বছর আগের এক মানহানির মামলায় পাঁচ মাসের কারাদণ্ড হল সমাজকর্মী মেধা পাটকরের। ২০০১ সালে মামলাটি দায়ের করেছিলেন বর্তমানে দিল্লির উপ-রাজ্যপালের পদে থাকা বিনয় কুমার সাক্সেনা। দিল্লির সাকেত আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাঘব শর্মা জানান, মেধা পাটকরের বয়স এবং স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে তাঁকে এক বছর বা দুই বছরের শাস্তি দেওয়া হচ্ছে না। তবে কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে বিনয় সাক্সেনাকে। যদিও কারাদণ্ডের আদেশটি ৩০ দিনের জন্য স্থগিত থাকবে।