Operation Trashi | কাশ্মীরে জঙ্গি-সেনার গুলির লড়াই, ‘অপারেশন ত্রাসি’তে নিকেশ ২ জঙ্গি!

Thursday, May 22 2025, 7:24 am
Operation Trashi | কাশ্মীরে জঙ্গি-সেনার গুলির লড়াই, ‘অপারেশন ত্রাসি’তে নিকেশ ২ জঙ্গি!
highlightKey Highlights

বৃহস্পতিবার সকাল থেকেই ‘অপারেশন ত্রাসি’ শুরু করেছিল জম্মু কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী।


কাশ্মীরের কিস্তোয়ারে গুলির লড়াইয়ে ক্ষতম ২ জঙ্গি। বৃহস্পতিবার সকাল থেকেই ‘অপারেশন ত্রাসি’ শুরু করেছিল জম্মু কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী। জানা গিয়েছিলো, কাশ্মীরের কিস্তোয়ার জেলার সিংপোরা এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েক জঙ্গি। এমনকি তাদের নাম, ছবি প্রকাশ করে পুরস্কারও ঘোষণা করে পুলিশ। এদিকে সেনার অভিযানে শুরু হয় দুপক্ষের গুলির লড়াই। আর তাতেই নিকেশ হয় ২জঙ্গি। প্রসঙ্গত, পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ অংশে জঙ্গি তল্লাশি অভিযান শুরু করে সেনা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File