শ্রীনগরের কাছেই রুটিনমাফিক এলাকা পরিদর্শনে গিয়ে জঙ্গি হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ২ সেনা জওয়ান !
Thursday, November 26 2020, 12:34 pm
Key Highlightsভারতীয় সেনার শ্রীনগরে মোতায়েন ১৫ নং কোর সূত্রানুযায়ী, শ্রীনগরের উপকণ্ঠে এইচএমটি এলাকায় কনভয় যাওয়ার কথা ছিল, তার আগে সেই পথে একটি ‘রোড ওপেনিং পার্টি’ রুটিনমাফিক এলাকা পরিদর্শনে গিয়েছিল। তখনই একটি জঙ্গির দল হানা দেয় ও শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ২ জন সেনা জওয়ান প্রাণ হারান। ঘটনার পরেই পুলিশ এবং এসওজি-এর যৌথ বাহিনী এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হামলাকারীরা পাক জঙ্গি হতে পারে।
- Related topics -
- ভারতবর্ষ
- শ্রীনগর
- জঙ্গি হামলা
- ভারতীয় সেনা

