নিরাপত্তা বাহিনীর গুলিতে ওড়িশায় খতম দুই মাওবাদী, উদ্ধার প্রচুর অস্ত্র।

Sunday, December 13 2020, 11:11 am
নিরাপত্তা বাহিনীর গুলিতে ওড়িশায় খতম দুই মাওবাদী, উদ্ধার প্রচুর অস্ত্র।
highlightKey Highlights

ওড়িশার মালকানগিরি জেলায় মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে খতম দু’জন মাওবাদী। তার আগে দু’পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে বলে জানা গিয়েছে। মালকানগিরির পুলিশ সুপারিটেন্ডেন্ট হৃষিকেশ ডি খিলাড়ি জানিয়েছেন নিহত দুই মাওবাদীর একজন মহিলা। একসময় মাওবাদীদের তরফে আর উত্তর না পেয়ে ফের তল্লাশি শুরু করা হয়। এরপরই উদ্ধার করা হয় দুই নিহত মাওবাদীর দেহ। ঘটনাস্থল থেকে দু’টি বন্দুক, চার রাউন্ড বুলেট ও প্রচুর পরিমাণে বিস্ফোরকের খোল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাওবাদীদের বইপত্রও পাওয়া গিয়েছে। সূত্রানুসারে, যৌথ বাহিনীর তল্লাশি এখনও জারি রয়েছে এলাকায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File