Motorbike | বাইক কিনলে মিলবে দুটি হেলমেট, থাকবে সব বাইকেই ABS! উপকৃত হবেন মোটরবাইকের ক্রেতা-চালকরা!
Tuesday, July 1 2025, 7:01 am

একাধিক প্রস্তাব আনতে চলেছে কেন্দ্র সরকার। এই প্রস্তাব আইন হিসাবে এলে উপকৃত হবেন মোটরবাইকের ক্রেতা বা চালকরা।
উপকৃত হতে চলেছেন মোটরবাইকের ক্রেতা বা চালকরা। একাধিক প্রস্তাব আনতে চলেছে কেন্দ্র সরকার। এই প্রস্তাব আইন হিসাবে এলে উপকৃত হবেন মোটরবাইকের ক্রেতা বা চালকরা। এই প্রস্তাব অনুযায়ী প্রত্যেক মোটবাইক সংস্থাকে নতুন বাইকের সঙ্গে একজোড়া নতুন হেলমেট দিতে হবে। এই হেলমেট হতে হবে BIS গুণমান যুক্ত। নতুন সমস্ত বাইকে থাকবে ABSও। ইতিমধ্যে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। আর সেই অনুযায়ী মোটরবাইক প্রস্তুতকারক সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই সব নয়া নিয়ম কার্যকর হতে চলেছে বলে খবর।