Chit Fund Case | ২৬৬ কোটি আর্থিক তছরুপের মামলায় হুগলি এবং বীরভূম থেকে গ্রেপ্তার ২ চিটফান্ড কর্তা!

চিটফান্ড খুলে বিপুল টাকা প্রতারণার অভিযোগ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার দুই চিটফান্ড কর্তা।
বৃহস্পতিবার সাতসকালে আরামবাগ শহর ও গ্রামীণ এলাকার বিভিন্ন জায়গায় হানা দেন ইডির আধিকারিকরা। আর এই অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হয়েছেন দুই চিটফান্ড কর্তা মহম্মদ আনারুল ইসলাম ও দিলীপ মাইতি। রাতেই দুজনকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছে। ইডি সূত্রে খবর, মোট ৬ হাজার ২১৯ জন আমানতকারীর কাছ থেকে ২৬৬ কোটি টাকা তুলেছিল ওই চিটফান্ড সংস্থাটি। ওই টাকা শেয়ারে বিনিয়োগ করতো তাঁরা। সূত্রের খবর, বহু গ্রাহককে প্রতারণা করেছে সংস্থাটি।
- Related topics -
- রাজ্য
- চিটফান্ড
- হুগলি
- আর্থিক প্রতারণা
- আর্থিক সংকট
- পশ্চিমবঙ্গ
- ইডি
- ইডি অফিসার