দেশ

Medical Counselling | এখনও ফাঁকা ২,৫৬২ সিট্, সুপ্রিম কোর্টের চোখরাঙানিতে ফের শুরু ডাক্তারির পোস্ট গ্র্যাজুয়েট কাউন্সেলিং

Medical Counselling | এখনও ফাঁকা ২,৫৬২ সিট্, সুপ্রিম কোর্টের চোখরাঙানিতে ফের শুরু ডাক্তারির পোস্ট গ্র্যাজুয়েট কাউন্সেলিং
Key Highlights

চলতি শিক্ষাবর্ষে সারা দেশে ডাক্তারির স্নাতকোত্তর স্তরে প্রায় ৩ হাজারের বেশি আসন খালি পড়ে আছে। তাই সুপ্রিম কোর্টের নির্দেশে ফের শুরু হয়েছে ডাক্তারির পোস্ট গ্র্যাজুয়েট কাউন্সেলিং।

কিছুদিন আগে দেশের শীর্ষ আদালত ঘোষণা করেছিল, দেশে যেহেতু আরও বেশি পরিমানে বিশেষজ্ঞ চিকিৎসকের দরকার, তাই ডাক্তারিতে একটিও খালি আসন যেন না থাকে। তবে চলতি শিক্ষাবর্ষে সারা দেশে ডাক্তারির স্নাতকোত্তর স্তরে ২,৫৬২টি আসন খালি পড়ে আছে। এর মধ্যে মহারাষ্ট্রে(৩১৬), কর্নাটক(২৪২), মধ্যপ্রদেশ(১৫৩), অন্ধ্রপ্রদেশ(১৪৫), রাজস্থান(১১১), মিজোরাম ও নাগাল্যান্ডে(১টি করে), উত্তরপ্রদেশে(১২), উত্তরাখণ্ড(১৬) ও পশ্চিমবঙ্গের(১৮)টি সিট আছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ১২ ফেব্রুয়ারি থেকে ফের শুরু হয়েছে ডাক্তারির পোস্ট গ্র্যাজুয়েট কাউন্সেলিং। চলবে ১লা মার্চ পর্যন্ত।