CAA | বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের ১৮৮ জন উদ্বাস্তু পেলেন ভারতের নাগরিকত্ব
Monday, August 19 2024, 7:18 am
Key Highlightsরবিবার আহমেদাবাদের ১৮৮ জনের হাতে ভারতের নাগরিকত্বের শংসাপত্র তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনে মুখে হাসি ফুটল ১৮৮ জন উদ্বাস্তুর। রবিবার আহমেদাবাদের ১৮৮ জনের হাতে ভারতের নাগরিকত্বের শংসাপত্র তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের ওই উদ্বাস্তুরা আজ থেকে ভারতের নাগরিক। শংসাপত্র তুলে দেওয়ার পর নাগরিকত্ব আইনের ব্যাখ্যা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “শুধু নাগরিকত্ব দেওয়া নয়। উদ্বাস্তুদের ন্যায় ও অধিকার দেওয়ার আইনও সিএএ।”

