Madhyamik | ৫০-৭০ জন নয়, অ্যাডমিট কার্ড পাননি ১৮১ মাধ্যমিক পরীক্ষার্থী! কোন ক্ষেত্রে বাতিল হতে পারে পরীক্ষা?

Friday, February 7 2025, 12:22 pm
highlightKey Highlights

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানান,এই পুরো ঘটনা ঘটেছে স্কুলগুলির দোষেই।


আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। কিন্তু তার আগে পরীক্ষা নিয়ে একের পর এক জট। এতদিন শোনা যাচ্ছিল ৫০ থেকে ৭০ জন পড়ুয়া অ্যাডমিট কার্ড পাননি। কিন্তু আসলে সেই সংখ্যাটা ১৮১! মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানান,এই পুরো ঘটনা ঘটেছে স্কুলগুলির দোষেই। ১৩৬টা স্কুল ঠিক করে কাজ করেনি। পাশাপাশি তিনি আরও বলেন, এবার ২৬৮৩ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেবে ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী। কোনও পরীক্ষার্থী স্মার্ট গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে বসলে পরীক্ষা বাতিল হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File