DA | মূল বেতনের ১৮ শতাংশ! ১ এপ্রিল থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা!

Tuesday, March 25 2025, 2:56 pm
highlightKey Highlights

১ এপ্রিল থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা বা DA পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।


রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় খবর! ১ এপ্রিল থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা বা DA পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।  মঙ্গলবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, মূল বেতনের ১৮ শতাংশ হারে DA এ পাবেন কর্মচারী ও পেনশনভোগীরা। এদিকে সুপ্রিম কোর্টে প্রায় এক মাস পিছিয়ে গেল ডিএ মামলা। এদিন রাজ‍্যের তরফে সওয়াল শুরু করেন অভিষেক মনু সিংভি। তবে পুরো সওয়াল জবাবের জন‍্য আরও সময় দরকার বলে আদালতে জানান তিনি। ফলে এই মামলায় পরবর্তী শুনানি হবে ২২ এপ্রিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File