Cyclone Dana | সাইক্লোন ‘দানা’র জেরে বাতিল ১৭৮টি ট্রেন! শনিবার পর্যন্ত একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত
রেলের তরফ থেকে জানানো হলো, ঘূর্ণিঝড় ‘দানা’র জেরে প্রাথমিকভাবে ১৭৮টি ট্রেন বাতিল করা হয়েছে।
আছড়ে পড়তে চলেছে সাইক্লোন ‘দানা’। ইতিমধ্যে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। এবার রেলের তরফ থেকে জানানো হলো, ঘূর্ণিঝড় ‘দানা’র জেরে প্রাথমিকভাবে ১৭৮টি ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব উপকূলীয় রেলের তরফে জানানো হয়েছে, প্রবল ঘূর্ণিঝড়ের জেরে বুধবার থেকে বিভিন্ন ট্রেন বাতিল করে দেওয়া হচ্ছে। বাতিল করে দেওয়া হয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবারের একগুচ্ছ ট্রেন। এমনকী আগামী শনিবার এবং আগামী ২৯ অক্টোবরের ট্রেনও বাতিল করে দেওয়া হয়েছে।