SSKM Hospital | বেনজির SSKM! কলকাতার এসএসকেএম হাসপাতালে ১৭৫টি গলব্লাডার অপারেশন হলো মাত্র ৫ দিনে!

টানা পাঁচদিনে ১৭৫ জন রোগীর গলব্লাডার অপারেশন করে নজির গড়ল কলকাতার এসএসকেএম হাসপাতাল। ১৫ জন চিকিৎসক মিলে এই অসাধ্য সাধন করেছেন।
চিকিৎসাশাস্ত্রের ইতিহাসে নয়া নজির গড়লো কলকাতার এসএসকেএম হাসপাতাল। ৫ দিন ধরে মোট ১৭৫ জন রোগীর গলব্লাডার অপারেশন সম্পন্ন করলো তাঁরা। এই সাফল্যের শীর্ষে রয়েছে এসএসকেএমের মোট ১৫ জন চিকিৎসক। হাসপাতাল সূত্রে খবর, হঠাৎ করে নানা কারণে হাসপাতালে অস্ত্রোপচারের রোগীর সংখ্যা বেড়ে গিয়েছিলো। প্ৰতিদিন নির্দিষ্ট সংখ্যায় অপারেশন করেও রোগী সংখ্যা কিছুমাত্র কমছিল না। এরপরই চিকিৎসকরা মিলিতভাবে সিদ্ধান্ত নেন তাঁরা একইসঙ্গে একাধিক অপারেশন করবেন। এই অসাধ্য সাধনের জন্যে চিকিৎসকদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রীও।
- Related topics -
- শহর কলকাতা
- এসএসকেএম হাসপাতাল
- রাজ্য
- অস্ত্রোপচার
- শল্যচিকিৎসা
- চিকিৎসা