Indians in the Russian Army | রাশিয়ান সেনায় কর্মরত ১৬ জন ভারতীয় নিখোঁজ! মৃত ১২, রয়েছে কেরলের ১
রাশিয়ান সেনায় কর্মরত ১২ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে বিদেশ মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে।
ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এদিন দাবি করলেন, রাশিয়ান সেনায় কর্মরত মোট ১২৬ জন ভারতীয় নাগরিকের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে রয়েছে কেরলের ১ ব্যক্তিও। ৯৬ জন ফিরে এসেছেন এবং ১৮ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রসঙ্গত, রাশিয়ার দূতাবাসের তরফে নয়াদিল্লিকে জানানো হয়েছিল যে ২০২৪ সালের এপ্রিল থেকেই সেনায় ভারতীয় নাগরিকদের নিয়োগের প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে। তবে ভারতের আশঙ্কা রিক্রুটমেন্ট এজেন্সির লোকজন ভারতীয়দের বিভ্রান্ত করে সেনায় ঢুকিয়েছে।