NEET | ১৫৬৩ জন পরীক্ষার্থীকে ফের বসতে হবে NEET পরীক্ষায়!তবে কাউন্সেলিং বন্ধ করা হচ্ছে না!
Thursday, June 13 2024, 7:24 am
Key Highlights১৫৬৩ জন পরীক্ষার্থীকে ফের বসতে হবে NEET পরীক্ষায়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চলতি বছরে NEET পরীক্ষা বাতিল করার দাবিতে অভিযোগ করা হয়েছিল সুপ্রিম কোর্টে।
১৫৬৩ জন পরীক্ষার্থীকে ফের বসতে হবে NEET পরীক্ষায়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চলতি বছরে NEET পরীক্ষা বাতিল করার দাবিতে অভিযোগ করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালত জানিয়েছে, যে ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল তাদের ফের ২৩ জুন পরীক্ষায় বসতে হবে। তবে কাউন্সেলিং বন্ধ করা হচ্ছে না। ৮ জুলাই এই মামলার চূড়ান্ত শুনানিতে প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের অভিযোগে জমা পড়া সমস্ত পিটিশন একসঙ্গে ট্যাগ করা হবে।
- Related topics -
- শিক্ষা ব্যবস্থা
- শীর্ষ আদালত
- সুপ্রিম কোর্ট
- নিট পরীক্ষা
- পরীক্ষা

