Drug Test Fail | পরীক্ষায় ডাহা ফেল করলো শহর কলকাতার ১৫১ টি ওষুধ, ভেজাল ড্রাগে ভরেছে বাংলা

উৎকর্ষের পরীক্ষায় ডাহা ফেল করল ১৫১ টি ওষুধ। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন সাম্প্রতিকতম নোটিসে তুলে দিল সেই তালিকা।
সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন সাম্প্রতিকতম নোটিসে জানা গেলো, উৎকর্ষের পরীক্ষায় ডাহা ফেল করেছে শহর কলকাতায় আসা ১৫১ টি ওষুধ। প্রাথমিক তদন্তের পর ড্রাগ কন্ট্রোল বোর্ড জানিয়েছে, ‘নট স্ট্যান্ডার্ড কোয়ালিটি’ ওষুধগুলির বেশিরভাগ বাইরের রাজ্য থেকে এসেছে। তালিকায় রয়েছে অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট, ক্ষুদ্রান্ত্রের আলসারের সিরাপ সুক্রালফেট, অ্যামোক্সিসিলিন পটাশিয়াম ক্লভুলানেট, মূত্রনালির সংক্রমণ ঠেকাতে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক Amikacin Sulphate Injection।
- Related topics -
- শহর কলকাতা
- ওষুধ
- ন্যাশনাল টেস্টিং এজেন্সি