Government Bus । ২৩৫টি বাস কমেছে উত্তরবঙ্গে, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা
Friday, January 10 2025, 4:50 pm
Key Highlights
১৫ বছরের পুরোনো বাস চালানো যাবে না, নির্দেশ কেন্দ্রীয় গ্রীন ট্রাইবনালের। এরফলে গত ২ বছরে শুধুমাত্র উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ২৩৫ টি বাস বাতিল করতে হয়েছে।
৫ বছরের পুরোনো বাস বাতিল হওয়ার সাথে সাথে গত ২ বছরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ২৩৫ টি বাস বাতিল হয়েছে। ফলে ভোগান্তিতে পড়ছে নিত্যযাত্রীরা। আগে আলিপুরদুয়ার ডিপোতে বিভিন্ন রুটে মোট ৬১ টি বাস চলত। এখন বাসের সংখ্যা কমতে কমতে এখন মাত্র ৪১ টি বাস রয়েছে। গত ২ বছরে ২০ টি বাস বাতিল হয়েছে। বাস কমে যাওয়ায় ফলে চরম বিপাকের মধ্যে পরেছেন রোজকার বাস যাত্রীরা। দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।
- Related topics -
- দেশ
- উত্তরবঙ্গ
- বাস ধর্মঘট
- আলিপুরদুয়ার
- পরিবহন মন্ত্রক
- পরিবহন দপ্তর
- পরিবহন দফতর
- পরিবহনমন্ত্রী
- পরিবহন