Apache Helicopter | ১৫ মাস কেটেছে, তবু অ্যাপাচে হেলিকপ্টার পাঠায়নি আমেরিকা! কপালে ভাঁজ প্রতিরক্ষা মন্ত্রকের
Tuesday, June 10 2025, 4:43 pm

প্রথম অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার স্কোয়াড্রন গঠনের পর কেটে গিয়েছে ১৫ মাস। কিন্তু ভারতীয় সেনা এখনও হাতে পায়নি সেগুলি।
২০১৫ সালের এক চুক্তির ফলশ্রুতিতে ভারতীয় বায়ুসেনার হাতে এই মুহূর্তে রয়েছে ২২টি অত্যাধুনিক অ্যাপাচে হেলিকপ্টার। ২০২০ সালে ছটি অ্যাপাচে এএইচ ৬৪ই হেলিকপ্টার কেনার জন্য মার্কিন সংস্থা বোয়িংয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ভারতীয় স্থলসেনা। প্রায় ৪ হাজার ১০০ কোটি টাকার বদলে ২০২৪ সালের মে বা জুনেই তিনটি কপ্টার পাওয়ার কথা। সেই তারিখ পিছিয়ে দাঁড়িয়েছিল ডিসেম্বরে। কেটে গিয়েছে ১৫ মাস। এখনও মেলেনি হেলিকপ্টার। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, প্রযুক্তিগত সমস্যার কারণেই দেরি করছে আমেরিকা।
- Related topics -
- দেশ
- আমেরিকা
- ভারতীয় বায়ুসেনা
- যুদ্ধবিমান
- বিমান