Spurious Liquor | বিষমদ পান করে অমৃতসরে ১৪ জনের! অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও ৬!

সোমবার রাতে অমৃতসরের মজিথায় স্থানীয় থানায় খবর আসে, একের পর এক গ্রামের বাসিন্দারা অসুস্থ হয়ে পড়ছেন। এরপর জানা যায়, সকলেই ওই বিষমদ খেয়েছিলেন।
পঞ্জাবে বিষমদ পান করে মৃত্যু ১৪ জনের! অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও ৬ জন! সোমবার রাতে অমৃতসরের মজিথায় স্থানীয় থানায় খবর আসে, একের পর এক গ্রামের বাসিন্দারা অসুস্থ হয়ে পড়ছেন। এরপর জানা যায়, সকলেই ওই বিষমদ খেয়েছিলেন। জানা গিয়েছে, অমৃতসরের ভাঙ্গালি, পাতালপুরী, মারারি কালান, থেরওয়াল এবং তালওয়ান্দি ঘুমান এই পাঁচটি গ্রামে বিষমদের কারণে ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আশেপাশের গ্রাম- ভুল্লার, ট্যাংরা এবং সান্ধার বাসিন্দারাও একই বিষমদ পান করেছিলেন। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে।