Paschimbanga Pharmaceutical । নিষিদ্ধ আরও ১৪ ওষুধ, কোপের মুখে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল

Wednesday, January 15 2025, 4:01 am
highlightKey Highlights

গত সপ্তাহে ভেজাল ওষুধের জেরে মেদিনীপুর হাসপাতালে প্রসূতি মৃত্যু হয়। তার জেরে মঙ্গলবার নির্দেশিকা জারি করে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ১৪টি ওষুধ নিষিদ্ধ করল স্বাস্থ্যদপ্তর।


গত সপ্তাহে ভেজাল ওষুধের জেরে মেদিনীপুর হাসপাতালে প্রসূতি মৃত্যু হয়। তার জেরে মঙ্গলবার নির্দেশিকা জারি করে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের আরও কয়েকটি ওষুধ নিষিদ্ধ করল স্বাস্থ্যদপ্তর। এই তালিকায় রয়েছে: ডেস্কট্রোস ইঞ্জেকশন ১০% এমওএসএম/লিটার ৬৫০ মিলি হাইপারটনিক, লেভোফ্লক্সিসিন ইনফিউশন ৫ এমজি/মিলিগ্রাম ১০০ মিলি, মানিনটোল ইনফিউশন আইপি ২০% ১০০ মিলি, পেডিয়াট্রিক মেন্টেনেন্স ইলেকট্রোলাইট সলিউশন, রিঙ্গার ল্যাকটেট সলিউশন আইপি ইঞ্জেকশন, প্যারাসিটামল ইনফিউশন ১০০০ এমজি/১০০ মিলি, সোডিয়াম ক্লোরাইড ইরিগেশন সলিউশন এর মতো মোট ১৪ টি ওষুধ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File