আন্তর্জাতিক

Bangladesh | হাসিনা ও তাঁর পরিবারের নামাঙ্কিত ১৪টি হাসপাতালের নাম পরিবর্তন, 'বঙ্গবন্ধু' ও শেখ হাসিনার স্মৃতি মুছতে চায় বাংলাদেশ?

Bangladesh | হাসিনা ও তাঁর পরিবারের নামাঙ্কিত ১৪টি হাসপাতালের নাম পরিবর্তন,  'বঙ্গবন্ধু' ও শেখ হাসিনার স্মৃতি মুছতে চায় বাংলাদেশ?
Key Highlights

শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামাঙ্কিত ১৪টি হাসপাতালের নাম পরিবর্তন করে দিল মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার।

হাসিনার দেশত্যাগের পর থেকেই, 'বঙ্গবন্ধু' শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার স্মৃতি মুছে ফেলতে চাইছে বাংলাদেশ? এবার শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামাঙ্কিত ১৪টি হাসপাতালের নাম পরিবর্তন করে দিল মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। ইউনূসের সরকারের তরফে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশত্যাগ করার পর বাংলাদেশের নানা প্রান্তে হাসিনা ও মুজিবের মূর্তি ভাঙচুর করা হয়। পুড়িয়ে দেওয়া হয় মুজিবের ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ি।