নাগপুরে সাতসকালে খতম ১৩ জন মাওবাদী, বড় সাফল্য মহারাষ্ট্র পুলিশের

Friday, May 21 2021, 7:03 am
নাগপুরে সাতসকালে খতম ১৩ জন মাওবাদী, বড় সাফল্য মহারাষ্ট্র পুলিশের
highlightKey Highlights

গোপন সূত্রে খবর পাওয়া অনুযায়ী মহারাষ্ট্র পুলিশ জানতে পারে, মহারাষ্ট্রের গড়চিরৌলির পায়দী-কোটমি জঙ্গলে এক দল মাওবাদী বড়সড় নাশকতার ছক কষতে ডেরা বেধেছে এবং শুক্রবার সেখানে মাওবাদী নেতা কাসানসুর দালামের আসার কথা। এই খবর পেয়ে মহারাষ্ট্র পুলিশ পরিকল্পনা করেন এবং শুক্রবার ভোরে ওই জঙ্গলে প্রবেশ করেন। পুলিশের প্রবেশ করা মাত্র মাওবাদীরা গুলি করা শুরু করে। এরপর মাওবাদী ও পুলিশের মধ্যে গুলির লড়াই শুরু হয়। মহারাষ্ট্র পুলিশ সূত্রে খবর, সকাল ১০টা পর্যন্ত ১৩ জন মাওবাদী মারা গেছেন এবং এখনও তল্লাশি চলছে। এটি মহারাষ্ট্র পুলিশের কাছে এক বিশাল সাফল্যের বিষয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File