Tihar Jail | তিহাড় জেলে HIV আক্রান্ত ১২৫ বন্দি! সেই জেলেই রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল-অনুব্রত মণ্ডলরা
Sunday, July 28 2024, 12:26 pm
Key Highlights
মারণ রোগে আক্রান্ত ১২৫ জন বন্দি। এইচআইভির পাশাপাশি অন্তত ২০০ জন বন্দি জটিল চর্মরোগে আক্রান্ত।
দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অনুব্রত মণ্ডলের মতো ভিভিআইপিরা। আর সেই জেলেই থাবা বসিয়েছে এইচআইভি! জানা গিয়েছে, মারণ রোগে আক্রান্ত ১২৫ জন বন্দি। এইচআইভির পাশাপাশি অন্তত ২০০ জন বন্দি জটিল চর্মরোগে আক্রান্ত। কিছুদিন আগে জেলের ১০ হাজার ৫০০ জন বন্দির মেডিক্যাল টেস্ট করানো হয়েছিল। এর পরই প্রকাশ্যে আসে এই তথ্য। দিল্লির তিহাড় জেলের অন্তর্গত রয়েছে আরও দুটি জেল রোহিনী ও মণ্ডলী। সব মিলিয়ে এখানে বন্দি সংখ্যা প্রায় ১৪ হাজার।
- Related topics -
- ভারত
- স্বাস্থ্য
- অরবিন্দ কেজরিওয়াল
- অনুব্রত মন্ডল