করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ ঘণ্টার নাইট কার্ফু জারি করল পুনে পুরসভা
Friday, April 2 2021, 10:35 am
Key Highlightsকরোনার দ্বিতীয় ঢেউয়ে কাবু দেশ। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে নাইট কার্ফু জারি করল পুনে পুরসভা। শুক্রবার একটি নির্দেশিকায় বলা হয়, আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে কার্ফু। কমপক্ষে একসপ্তাহ এই নির্দেশ জারি থাকবে। তবে খাবার হোম ডেলিভারি করা যাবে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট শহরে হোটেল, মন্দির, শপিংমল, বার, সিনেমা হল, থিয়েটার বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে পুনে পুরসভা। তবে ওষুধ, খাবারের হোম ডেলিভারি এবং যাবতীয় জরুরি পরিষেবা খোলা থাকবে এউ সময়।
- Related topics -
- দেশ
- পুনে
- করোনা পরিস্থিতি
- কোভিড ১৯
- নাইট কার্ফু

