Durga Puja 2024 | চকোলেট দিয়ে তৈরী দুর্গা প্রতিমা, ১২ ফিট ' চকোলেট প্রতিমা' তৈরী করতে লেগেছে প্রায় ৬০ কিলো ডার্ক চকোলেট
১২ ফিট এই চকোলেট প্রতিমা নির্মাণে সময় লেগেছে এক মাস। প্রায় ৬০ কিলো ডার্ক চকোলেট দিয়ে দেবীর মূর্তি তৈরি হয়েছে।
চকোলেট মিষ্টির কথা তো সবাই জানে। তবে চকোলেট দুর্গার কথা শুনেছেন? ডার্ক চকোলেট দিয়ে দশভূজার প্রতিমা গড়েছে কলকাতা এয়ারপোর্ট সংলগ্ন এক হোটেল। ১২ ফিট এই চকোলেট প্রতিমা নির্মাণে সময় লেগেছে এক মাস। প্রায় ৬০ কিলো ডার্ক চকোলেট দিয়ে দেবীর মূর্তি তৈরি হয়েছে। সঙ্গে রয়েছে দেবীর ডাকের সাজও। এক স্বেচ্ছাসেবী সংস্থার ৫০ জন শিশুর হাত ধরে মূর্তি উন্মোচন করা হয়। জানা গিয়েছে, এই হোটেলে প্রথম থেকেই চকোলেটের তৈরি দুর্গা নির্মাণের ঐতিহ্য রয়েছে।
- Related topics -
- উৎসব ২০২৪
- পুজো ও উৎসব
- দুর্গাপুজো
- শহর কলকাতা