Sealdah Station | অপরাধী ধরতে শিয়ালদহ স্টেশনে ব্যয় চার কোটি ! বসছে AI based FRS ১১৭টি ক্যামেরা!
Thursday, July 24 2025, 11:46 am

রেল সূত্রে খবর, সাড়ে চার কোটি টাকা ব্যয় করে রেল স্টেশনে বসছে ১১৭টি FRS ক্যামেরা।
প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন শিয়ালদহ স্টেশনের মাধ্যমে। আর প্রতিদিনই নানান রকমের অপরাধ হয়ে থাকে সেখানে। চুরি, ছিনতাই যেন রেল স্টেশনে সাধারণ বিষয় হয়ে উঠেছে। তবে এবার অপরাধী ধরতে নয়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে শিয়ালদহ স্টেশনে। রেল সূত্রে খবর, সাড়ে চার কোটি টাকা ব্যয় করে রেল স্টেশনে বসছে ১১৭টি FRS ক্যামেরা। পাশাপাশি ডিভিশনের ৬৮ স্টেশনে বসবে ৩০০ FRS ক্যামেরা। এই AI based ক্যামেরায় আগে থেকেই অপরাধীদের মুখ মণ্ডলের ছবি আপলোড করা থাকবে। ফলে তাড়াতাড়ি অপরাধীদের ধরা যাবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- রেল মন্ত্রক
- শিয়ালদহ
- শিয়ালদহ