Thalassemia in Bangladesh । বাংলাদেশের ১১.৪ শতাংশ মানুষ থ্যালাসেমিয়ার বাহক! হেপাটাইটিস-বি-পজিটিভের বাহক ১.২শতাংশ!

Tuesday, July 9 2024, 11:18 am
highlightKey Highlights

বাংলাদেশে ভয়াবহ আকার নিচ্ছে থ্যালাসেমিয়া। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশের ১১.৪ শতাংশ মানুষ থ্যালাসেমিয়ার বাহক।


বাংলাদেশে ভয়াবহ আকার নিচ্ছে থ্যালাসেমিয়া। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) একটি সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ১১.৪ শতাংশ মানুষ থ্যালাসেমিয়ার বাহক। এর মধ্যে মহিলা ১১.২শতাংশ এবং পুরুষ ১১.৯শতাংশ। বিবিএস জানিয়েছে, ১৪ থেকে ৩৫ বছর বয়সী ৮৬৮০জনকে নিয়ে এই নিয়ে সমীক্ষা চালানো হয়। ওই সমীক্ষার রিপোর্টে জানানো হয়েছে, গ্রামাঞ্চলে থ্যালাসেমিয়ার বাহক ১১.৬ শতাংশ এবং শহরে ১১শতাংশ। এছাড়াও, বাংলাদেশে মোট হেপাটাইটিস-বি-পজিটিভের বাহক ১.২শতাংশ। এর মধ্যে পুরুষ হেপাটাইটিস-বি-পজিটিভের বাহক ১.৩ শতাংশ এবং মহিলা বাহক ১.১ শতাংশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File