North Bengal | সামনেই পুজো, শনিবার থেকে বাতিল উত্তরবঙ্গের ১১৩টি ট্রেন, সমস্যায় যাত্রীরা

Thursday, August 28 2025, 5:28 am
North Bengal | সামনেই পুজো, শনিবার থেকে বাতিল উত্তরবঙ্গের ১১৩টি ট্রেন, সমস্যায় যাত্রীরা
highlightKey Highlights

মালদহ টাউন স্টেশনে ইয়ার্ড পুনর্গঠনের জন্য পূর্ব রেলের তরফে ১১৩টি ট্রেন বাতিল করা হয়েছে।


উৎসবের মরশুম। উত্তরবঙ্গগামী ট্রেনের যাত্রীদের জন‌্য দুঃসংবাদ। রেলের তরফে জানানো হয়েছে, মালদহ টাউন স্টেশনে ইয়ার্ড পুনর্গঠনের জন্য পূর্ব রেলের তরফে ৪০টা এক্সপ্রেস ও ৮টা প‌্যাসেঞ্জার মিলিয়ে আপ-ডাউনে মোট ১১৩টি ট্রেন বাতিল করা হয়েছে। আগামী ৩০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর অবধি এই ট্রেনগুলি বন্ধ থাকবে। তালিকায় রয়েছে, শতাব্দী, তিস্তা-তোর্সা এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস, হাটে বাজারে এক্সপ্রেস, কাঞ্চনকন্যা, কাঞ্জনজঙ্ঘা, রাধিকাপুর এক্সপ্রেস ইত্যাদি ট্রেন। মালদহ টাউনগামী একাধিক ট্রেনের সময়ের বদল করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File