উত্তরপ্রদেশে ধর্ষণের শিকার ১১ বছরের শিশু, ধর্ষণের পর খুনের চেষ্টা যোগী রাজ্যে
Thursday, January 14 2021, 7:00 am
 Key Highlights
Key Highlightsআবারও উত্তরপ্রদেশে ধর্ষণের শিকার ক্লাস ৪ এর শিশু। ১১ বছরের শিশুটির এমন হাল করেছে ধর্ষকরা যে, তাকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। সেখানে সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। হাথরস, বদায়ূঁ-র পরও একাধিকবার নারী নিগ্রহে খবরের শিরোনামে এসেছে যোগী রাজ্য। অথচ কোনও ভাবেই নারী নিগ্রহে লাগাম টানতে পারছে না প্রশাসন। দিন দুই আগেই এক ঘুমন্ত নাবালিকাকে তার ঘরে ঢুকে বন্দুক দেখিয়ে ধর্ষণ করে এক প্রতিবেশী। নারী নির্যাতনের পরিসংখ্যান দিলে দেখা যাবে, তালিকায় বেশ উপরের দিকেই রয়েছে উত্তরপ্রদেশ। ২০১৫ সাল থেকে গোটা দেশের নিরিখে উত্তর প্রদেশে ধর্ষণের সংখ্যা বেড়েছে প্রায় ৬০ শতাংশ। সরকারি হিসাবেই নারী নির্যাতনের এই চেহারা যথেষ্ট উদ্বেগের।
-  Related topics - 
- দেশ
- উত্তরপ্রদেশ
- ধর্ষণ
- ক্রাইম

 
 