Manipur | মণিপুরে সিআরপিফের গুলিতে মৃত্যু ১১ কুকি জঙ্গির! প্রশাসনের তরফে জারি কার্ফু
Tuesday, November 12 2024, 7:55 am
 Key Highlights
Key Highlightsসোমবার জিরিবামে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের উপরে হামলা চালায় জঙ্গিরা।
বেশ কিছু দিন ধরে উত্তপ্ত মণিপুর। সোমবার জিরিবামে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের উপরে হামলা চালায় জঙ্গিরা। পাল্টা আঘাত হানে সিআরপিফও। গুলির লড়াইয়ে ১১ কুকি জঙ্গি নিহত হয়েছে বলে খবর। যদিও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে আহত হয়েছেন এক সিআরপিএফ জওয়ান। এই হামলার ঘটনার পরই মণিপুর জুড়ে কার্ফু জারি করা হয়েছে। কুকি জনগোষ্ঠীর তরফে বনধের ডাক দেওয়া হয়েছে তাঁদের ‘ভিলেজ ভলেন্টিয়ার’দের মৃত্যুর প্রতিবাদে। পরিস্থিতি সামাল দিতেই প্রশাসনের তরফে কার্ফু জারি করা হয়েছে।
-  Related topics - 
- মনিপুর জনজাতি সংঘর্ষ
- সিআরপিএফ
- দেশ
- ভারত
- জঙ্গি হামলা
- হামলা

 
 