পরনে ভারতীয় সেনার পোশাক, কিন্তু নেই পরিচয় পত্র! গুয়াহাটিতে গ্রেফতার ১১ জন সন্দেহভাজন !

Wednesday, November 18 2020, 12:02 pm
পরনে ভারতীয় সেনার পোশাক, কিন্তু নেই পরিচয় পত্র! গুয়াহাটিতে গ্রেফতার ১১ জন সন্দেহভাজন !
highlightKey Highlights

গুয়াহাটির LGBI বিমানবন্দরের সামনে ৪ জন ভারতীয় সেনার পোশাকে থাকা ব্যক্তিকে ঘুরে বেড়াতে দেখা যায়। তাদের চলন, আচার-আচরণ পুলিশের দেখে সন্দেহভজন মনে হলে তাদের কাছে থেকে আই-ডি বা পরিচয়পত্র চাওয়া হলে দেখাতে পারে না। ফলে গ্রেফতার করা হয় তাদের। পরে তাদের সূত্র ধরে আরও ৭ জনকে বন্দি করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে তাদের নামে। কড়া নিরাপত্তার বেষ্টনীতে থাকা এলাকায় অভিযুক্তরা কীভাবে সেনাবাহিনীর পোশাক পরে ঢুকে পড়ল, তা খতিয়ে দেখছে প্রশাসন। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রাথমিক জেরায় খবর, তারা গত ১ মাস ধরে এই এলাকায় ছিলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File

লেটেস্ট আপডেট