Tamil Nadu | মন্দিরের প্রসাদী ভোজ খেয়ে হাসপাতালে ভর্তি হলেন ১০৭ ভক্ত! তামিলনাড়ুতে আশঙ্কাজনক ৭
Wednesday, June 11 2025, 3:48 pm
Key Highlightsতামিলনাড়ুর মন্দিরে প্রসাদী ভোজ খেয়ে অসুস্থ অসংখ্য ভক্ত। খাবারে বিষক্রিয়ায় হাসপাতালে ভর্তি কমপক্ষে ১০৭ জন।
তামিলনাড়ুর মন্দিরের প্রসাদী ভোজ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন অসংখ্য ভক্ত। পুলিশ সূত্রের খবর, কালমাদাই গ্রামের কারুপ্পান্নাসামি মন্দিরে গ্রামবাসী ভক্তদের জন্যে জনসেবায় ভোজের ব্যবস্থা হয়েছিল। স্থানীয়রা জানিয়েছেন, প্রসাদী ভোগ খাওয়ার পর ভক্তদের অধিকাংশের পেট ব্যথা এবং বমি শুরু হয়। প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তারপর অবস্থার অবনতি হতেই তাঁদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ ১০৭ জনের মধ্যে ৫৫ জন মহিলা, ১১ জন শিশু। অসুস্থ ৭ জনের অবস্থা গুরুতর। মন্দিরের জল এবং খাবার পরীক্ষা করছেন বিশেষজ্ঞরা।

