Chandipura Virus | গুজরাটে চাঁদিপুরা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ১০১ জন শিশুর! এখনও পর্যন্ত আক্রান্ত ১৬৪ জন

Friday, August 23 2024, 10:53 am
highlightKey Highlights

গুজরাটে বাড়ছে চাঁদিপুরা ভাইরাসের প্রকোপ।রিপোর্ট অনুযায়ী, গুজরাটে ১৪ বছরের কম বয়সী প্রায় ২৮ জন শিশুর মৃত্যু হয়েছে চাঁদপুরা ভাইরাসে।


গুজরাটে বাড়ছে চাঁদিপুরা ভাইরাসের প্রকোপ।রিপোর্ট অনুযায়ী, গুজরাটে ১৪ বছরের কম বয়সী প্রায় ২৮ জন শিশুর মৃত্যু হয়েছে চাঁদপুরা ভাইরাসে। এখনও পর্যন্ত ১৬৪ জন ভাইরাল এনসেফালাইটিসে আক্রান্ত হয়েছেন, যা চাঁদিপুরা ভাইরাস সহ নির্দিষ্ট কিছু রোগ জীবাণু দ্বারা সৃষ্ট হয় এবং  ১০১ জন শিশু মারা গেছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। এই প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গত সপ্তাহে নতুন কোনও মামলার খবর পাওয়া যায়নি এবং গত ১২ দিনে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File