রাজ্য

Balurghat Hospital | মেদিনীপুরের পুনরাবৃত্তি? ইঞ্জেকশন দেওয়ার পরই অসুস্থ ১০ প্রসূতি! রাতেই বালুরঘাট হাসপাতালে পৌঁছলেন CMOH

Balurghat Hospital | মেদিনীপুরের পুনরাবৃত্তি? ইঞ্জেকশন দেওয়ার পরই অসুস্থ ১০ প্রসূতি! রাতেই বালুরঘাট হাসপাতালে পৌঁছলেন CMOH
Key Highlights

নির্দিষ্ট একটি ইঞ্জেকশন দেওয়ার পরেই প্রসূতি অসুস্থ হওয়ার ঘটনা বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে।

স্যালাইন কাণ্ডেপ্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছিল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এবার একটি ইঞ্জেকশনের প্রভাবে ৮ থেকে ১০ জন প্রসূতি অসুস্থ হওয়ার ঘটনা ঘটলো বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গিয়েছে, শুক্রবার রাতে হঠাৎই প্রসূতিরা অসুস্থ হতে থাকেন। পরিবারের লোকেরা অভিযোগ করেন, ইনজেকশন দেওয়ার পরই কাঁপুনি ও শ্বাসকষ্ট শুরু হয় রোগীদের। খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস সহ অন্যান্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রসূতিদের আলাদা ঘরে চিকিৎসা শুরু হয়েছে।