Mumbai Accident । মারাঠি অভিনেত্রীর গাড়ির ধাক্কায় মুম্বাইয়ে মৃত্যু হলো ১ মেট্রো শ্রমিকের, আহত আরো ১
মুম্বইয়ের কান্দিভালিতে রাস্তার ধারে চলছিল মেট্রোর কাজ। অভিনেত্রীর গাড়ির নীচে চাপা পড়ে মৃত্যু শ্রমিকের।
শুক্রবার রাতে শুটিং সেরে ফিরছিলেন মারাঠি অভিনেত্রী উর্মিলা কোঠারি। মুম্বইয়ের কান্দিভালির কাছে পয়সার মেট্রো স্টেশনে রাস্তার ধারে মেট্রোর কাজ চলছিল। কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। আচমকা মেট্রোর নির্মাণকাজ যেদিকে চলছিল সেখানে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। দুই শ্রমিক গাড়ি চাপা পরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জনের। অপরজন আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। আহত হয়েছে গাড়ির চালকও। সঠিক সময়ে এয়ারব্যাগ খুলে যাওয়ায় রক্ষা পেয়েছেন অভিনেত্রী। চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।