Assam | ‘অপারেশন ঘোস্ট সিম’ অভিযানে গ্রেপ্তার ১ অসমিয়া যুবক, পাক মদতে চলছিল গ্রাহক সেবা কেন্দ্র!
Wednesday, August 6 2025, 2:55 am

ভুয়ো সিম কার্ড চক্রে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
চলতি বছরের মে মাসে ‘অপারেশন ঘোস্ট সিম’ অভিযান শুরু করে অসম STF। অভিযানে ফের সাফল্য মিললো। মঙ্গলবার অসমের বিলাসিপাড়া থেকে আব্দুল কাসেম আহমেদ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। STF সূত্রে খবর, ওই যুবক বিলাসিপাড়া এলাকায় গ্রাহক সেবা কেন্দ্র চালাতেন। আর এই কেন্দ্রের আড়ালেই ভুয়ো সিম কার্ড চক্রের মাথা পাকিস্তানি এজেন্ট জাকারিয়ার সঙ্গে হাত মিলিয়ে প্রতারণা চক্র চলতো। ধৃতের কাছ থেকে শতাধিক মোবাইল সিম কার্ড, ১৫টি ব্যাঙ্কের এটিএম কার্ড ও ১৫টি পাসবই বাজেয়াপ্ত করেছে STF। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।