বিনোদন

Zubeen garg Death Case | মৃত্যুর ১২ দিনের মাথায় জুবিনের ম্যানেজার এবং আয়োজককে গ্রেপ্তার অসম পুলিশের!

Zubeen garg Death Case | মৃত্যুর ১২ দিনের মাথায় জুবিনের ম্যানেজার এবং আয়োজককে গ্রেপ্তার অসম পুলিশের!
Key Highlights

দুজনকেই ইতিমধ্যেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয় এবং দু’জনকে এসআইটির অধীনে দু’জনকেই বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

‘চতুর্থ নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’এ সিঙ্গাপুরে পারফর্ম করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় অসমীয়া গায়ক স্বনামধন্য সঙ্গীতশিল্পী জুবিন গর্গের। তাঁর মৃত্যু নিয়ে শুরু হয়েছে তদন্ত। জুবিনের শেষকৃত্য শেষ হতেই গ্রেফতার করা হয়েছিল গায়কের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে। এবার তাঁর মৃত্যুর ঘটনায় গুরগাঁওয়ের একটি ফ্ল্যাট থেকে তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং দিল্লি বিমানবন্দর থেকে অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনকেই ইতিমধ্যেই গুয়াহাটি নিয়ে এসে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।