Zubeen Garg | গায়কের ঠিক করা দিনেই প্রকাশ পাবে চলচ্চিত্র! জুবিন গর্গকে অনন্য সম্মাননা পরিচালকের

Sunday, October 5 2025, 2:15 pm
highlightKey Highlights

প্রয়াত সঙ্গীত শিল্পী জ়ুবিন গর্গের স্বপ্নের প্রকল্প ‘রই রই বিনালে’, একটি সঙ্গীত নির্ভর চলচ্চিত্র, এই বছরের ৩১ অক্টোবর সারা দেশে মুক্তি পাবে।


জনপ্রিয় পরিচালক রাজেশ ভূঁইয়া জানিয়েছেন প্রয়াত সঙ্গীত শিল্পী জ়ুবিন গর্গকে সন্মান জানাতে গায়কের স্বপ্নের প্রকল্প ‘রই রই বিনালে’ নামক সঙ্গীত নির্ভর চলচ্চিত্র ৩১ অক্টোবর মুক্তি পাবে। ভূঁইয়া জানান, ‘এই ছবির কাজ আমরা গত তিন বছর ধরে করে যাচ্ছি। গল্প ও সুর দু’টোই জ়ুবিনদার নিজস্ব সৃষ্টি। এটি অসমের প্রথম পূর্ণাঙ্গ সঙ্গীত নির্ভর চলচ্চিত্র।’ তিনি আরও বলেন, "জ়ুবিনদা চেয়েছিলেন, ছবিটি ৩১ অক্টোবর মুক্তি পাক। তাই আমরা তাঁর ইচ্ছাকে সম্মান জানিয়ে সেই দিনেই ছবিটি মুক্তি দিচ্ছি শুধু অসমে নয়, সারা দেশে।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File