Zubeen Garg | "মৃত্যুর সময় মদের নেশায় চুর ছিলেন, পরতে চাননি লাইফ জ্যাকেট"- জুবিনের মৃত্যু নিয়ে বিস্ফোরক সিঙ্গাপুর পুলিশ

Wednesday, January 14 2026, 4:33 pm
Zubeen Garg | "মৃত্যুর সময় মদের নেশায় চুর ছিলেন, পরতে চাননি লাইফ জ্যাকেট"- জুবিনের মৃত্যু নিয়ে বিস্ফোরক সিঙ্গাপুর পুলিশ
highlightKey Highlights

জলে নামার সময় তাঁকে একটি লাইফ জ্যাকেট পরতে বলা হয়। তবে আর তা পরেননি তিনি। সে কারণেই এমন অঘটন বলেই দাবি পুলিশের।


প্রায় চারমাস কেটে গেলেও গায়কের মৃত্যুর নিয়ে কাটছে না ধোঁয়াশা। এরই মাঝে আদালতে বিস্ফোরক দাবি সিঙ্গাপুর পুলিশের। তদন্তকারীরা জানিয়েছেন, জুবিনের শারীরিক পরীক্ষায় প্রতি ১০০ মিলিলিটার রক্তে ৩৩০ মিলিগ্রাম অ্যালকোহল পাওয়া গিয়েছে। সিঙ্গাপুরে ১০০ মিলিলিটার রক্তে ৮০ মিলিগ্রাম অ্যালকোহল পাওয়া স্বাভাবিক। মদ্যপ অবস্থায় স্কুবা ডাইভিংয়ের সময় জুবিন লাইফ জ্যাকেট পরেন। তবে কিছুক্ষণের মধ্যে তা খুলে ফেলেন তিনি। পরে আবার জলে নামার সময় আর লাইফ জ্যাকেট পরেননি তিনি। সে কারণেই এই অঘটন ঘটেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File