বিনোদন

Zubeen Garg Death Case | গায়কের মৃত্যুতে খুড়তুতো ভাই সন্দীপনকে গ্রেপ্তার পুলিশের! পুলিশকর্তা দেওরের গ্রেপ্তারিতে অবাক গরিমা

Zubeen Garg Death Case | গায়কের মৃত্যুতে খুড়তুতো ভাই সন্দীপনকে গ্রেপ্তার পুলিশের! পুলিশকর্তা দেওরের গ্রেপ্তারিতে অবাক গরিমা
Key Highlights

বুধবার অসম পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (CID) সন্দীপনকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়।

গায়ক মৃত্যুর তদন্তে নেমে পরতে পরতে চমক পাচ্ছেন বিশেষ তদন্তকারী দল (SIT)। এবার এই মামলায় গায়কের খুড়তুতো ভাই সন্দীপন গর্গকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিঙ্গাপুর সফরে দাদার সঙ্গে এক ইয়টে ছিলেন সন্দীপন। জ়ুবিন যখন সাঁতার কাটছিলেন, একেবারে সামনেই ছিলেন তিনি। ভিডিয়ো করছিলেন। পাঁচ বার জিজ্ঞাসাবাদের পর জবাবে অসঙ্গতি মেলায় গ্রেপ্তার হন সন্দীপন। কামরূপ জেলার ডিএসপির দায়িত্বে ছিলেন তিনি। গ্রেপ্তারির পর তাঁকে অসম পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট (DSP Law and Order) পদ থেকে সাসপেন্ড করা হয়েছে।