Zomato | Zomatoর নাম বদলে হবে ‘এটারন্যাল লিমিটেড’! ঘোষণা সিইও দীপিন্দর গোয়েলের
Thursday, February 6 2025, 4:27 pm

বৃহস্পতিবার জ়োম্যাটোর সিইও দীপিন্দর গোয়াল একটি চিঠিতে এই ঘোষণার কথা লিখেছেন। সেখানেই তিনি জানিয়েছেন, এখন থেকে জ়োম্যাটোর নাম বদলে হবে ‘এটারন্যাল লিমিটেড’ (Eternal Ltd)।
ভারতের বৃহত্তম খাবার ডেলিভারি সংস্থা জোম্যাটো। এক ক্লিকে রেস্তোরাঁ থেকে খাবার বাড়িতে চলে আসার জন্যে বিখ্যাত এই সংস্থা। বৃহস্পতিবার জ়োম্যাটোর সিইও দীপিন্দর গোয়াল ঘোষণা করেছেন তিনি এই সংস্থার নাম বদলাতে চলেছেন। একটি চিঠিতে তিনি জানিয়েছেন এখন থেকে জ়োম্যাটোর নাম বদলে হবে ‘এটারন্যাল লিমিটেড’ (Eternal Ltd)। এর কারণ হিসাবে তিনি বলেছেন জ়োম্যাটোর ব্যবসা এখন আর শুধু অনলাইন খাবার ডেলিভারিতে সীমাবদ্ধ নেই। আরও একাধিক ইকমার্স ও ক্যুইক কমার্স ব্যবসায় নামছে সংস্থাটি।
- Related topics -
- দেশ
- ই-কমার্স
- জোম্যাটো
- জোম্যটো ফিউচার ফাউন্ডেশন
- ব্যাবসায়িক
- ব্যবসা বাণিজ্য
- বাণিজ্য
- অনলাইন ফুড ডেলিভারি
- অনলাইন ডেলিভারি
- ফুড ডেলিভারি