রাজ্যঅভিনয় জগৎ থেকে Zomato গার্ল! রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বেলঘড়িয়ার সঙ্গীতা
বেলঘড়িয়ার মেয়ে সঙ্গীতা পেশায় একজন থিয়েটার কর্মী। রবীন্দ্রভারতী থেকে পড়ছে স্নাতকোত্তর। থিয়েটার করেই নিজের হাতখরচ চালাতো সে, তবে লকডাউন পর্বে সেই রোজগারের পথ বন্ধ থাকায় মাথায় আসে ডেলিভারির কাজের বিষয়টি। যোগাযোগ করতেই কাজটি পেয়ে যায়। তারপরই লাল হেলমেট আর টি-শার্ট পরে সঙ্গীতা এখন বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেয়। Zomato ডেলিভারির কাজ শুরু করে সে। আর ছক ভেঙে তাঁর এই পেশা বেছে নেওয়ায় নেটিজেনদের কাছে এখন পরিচিত হয়ে উঠেছে কলকাতার Zomato গার্ল সঙ্গীতা। এছাড়াও এই রোজগারের টাকা থেকে নিজের হাতখরচ টুকু রেখে বাকি তিনি তুলে দিচ্ছেন দুঃস্থদের জন্য।