Zomato-Deepinder Goyal | হঠাৎ Zomato-র CEO পদ থেকে ইস্তফা দীপিন্দর গোয়েলের! কেন এই সিদ্ধান্ত?
Thursday, January 22 2026, 5:39 am

Key Highlightsইটারনাল, যা জ্যোমাটোর মালিক সংস্থা, সেই সংস্থার চিফ এগজেকিউটিভ অফিসার পদ থেকে ইস্তফা দিলেন দীপিন্দর গোয়েল।
বুধবার ইটারনাল (জ্যোমাটোর মালিক সংস্থা) এর চিফ এগজেকিউটিভ অফিসার পদ থেকে ইস্তফা দিলেন দীপিন্দর গোয়েল। দীপিন্দর তাঁর ইস্তফাপত্রে লিখেছেন, “প্রিয় শেয়ারহোল্ডাররা, আজ আমি গ্রুপের সিইও পদ থেকে সরে যাচ্ছি। শেয়ারহোল্ডারদের সম্মতিতে আমি বোর্ড অব ডিরেক্টরে থাকব ভাইস চেয়ারম্যান হিসাবে। আলবিন্দর ধিনসা ইটারনালের নতুন গ্রুপ সিইও হবেন।” জানা গিয়েছে, একাধিক পরীক্ষামূলক ও ঝুঁকিপূর্ণ পরিকল্পনাগুলি তিনি বাস্তবায়িত করতে চান। সেজন্যেই ইটারনালের মতো পাবলিক কোম্পানি থেকে বাইরে বেরিয়ে যাচ্ছেন তিনি।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- জোম্যাটো
- সিইও


