Afghanistan vs England | দুরমুশ ইংল্যান্ড, সর্বোচ্চ রানের রেকর্ড জাদরানের! চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদেরই রেকর্ড ভাঙলো আফগান ব্রিগেড!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে পর পর নজির গড়লো আফগানিস্তান।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে পর পর নজির গড়লো আফগানিস্তান। পাওয়ারপ্লের মধ্যে মাত্র ৩৭ রানে তিন উইকেট হারায় আফগানিস্তান। এরপরেই ঘুরে দাঁড়ান ইব্রাহিম জাদরানরা। মাত্র ১৪৬ বলে ১৭৭ রানের ইনিংস খেললেন ওপেনার জাদরান। ১২টি বাউন্ডারি, ৬টি ছক্কা হাঁকিয়ে ইংরেজ বোলারদের দুরমুশ করেন তিনি। শেষ পর্যন্ত ৭ উইকেট খুইয়ে ৫০ ওভারের শেষে ৩২৫ রান করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সর্বোচ্চ রান তুললো আফগান ব্রিগেড। এছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বকালের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান করলেন জাদরান।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ক্রিকেটার
- চ্যাম্পিয়ন্স ট্রফি
- আফগানিস্তান
- ইংল্যান্ড