Yuva Bharati Case | যুবভারতীকাণ্ডের জল গড়াল হাইকোর্টে! দায়ের জনস্বার্থ মামলা!
Monday, December 15 2025, 8:19 am

Key Highlightsশনিবার মেসি দর্শন নিয়ে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল যুবভারতী স্টেডিয়াম।
শনিবার মেসি দর্শন নিয়ে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল যুবভারতী স্টেডিয়াম। তবে হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে রীতিমতো সরকারি সম্পত্তিতে ভাঙচুর চালান উত্তেজিত দর্শকরা। এবার এই ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের অনুমতি দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। মঙ্গলবারই এই মামলার শুনানি। যুবভারতীতে ভাঙচুরের ঘটনা রাজ্যসরকার একটি কমিটি গঠন করেছে। সেই কমিটি গঠনকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে দ্বারস্থ হয়েছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়।


