Bangladesh | আর ‘মুক্তিযোদ্ধা’ নন শেখ মুজিবুর, ৪০০র বেশি নেতার থেকে ‘মুক্তিযোদ্ধা’র স্বীকৃতি কেড়ে নিলো ইউনুসের সরকার!
Wednesday, June 4 2025, 7:37 am
Key Highlightsবঙ্গবন্ধু, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ সহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চারশোর উপর রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের প্রস্তাবে সিলমোহর দেওয়া হয়েছে।
আর ‘মুক্তিযোদ্ধা’ নন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বদলের বাংলাদেশে চারশোর বেশি নেতার থেকে ‘মুক্তিযোদ্ধা’র স্বীকৃতি কেড়ে নিলো মহম্মদ ইউনুস! বঙ্গবন্ধু, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ সহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চারশোর উপর রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের প্রস্তাবে সিলমোহর দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট খসড়ায় বলা হয়, ‘বীর মুক্তিযোদ্ধা কেবল তাঁরাই থাকবেন, যাঁরা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। রাজনীতিবিদরা সরাসরি যুদ্ধ করেননি, তাই তাঁদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে নতুন পরিচয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- মহাম্মদ ইউনূস
- মহম্মদ ইউনুস
- শেখ মুজিবুর রহমান

