আন্তর্জাতিক

Bangladesh New Note | নতুন নোটেও থাকছে মুজিবের মুখ! আর্থিক ক্ষতির কথা ভেবেই 'মুখ বদল' করলো না ইউনূসের সরকার!

Bangladesh New Note | নতুন নোটেও থাকছে মুজিবের মুখ! আর্থিক ক্ষতির কথা ভেবেই 'মুখ বদল' করলো না ইউনূসের সরকার!
Key Highlights

আগামী ১৯শে মার্চ বাজারে নতুন নোট ছাড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের তদারকি সরকার। কিন্তু তাতে থাকবে মুজিবের মুখ।

বাংলাদেশে হাসিনা সরকারের পতন হতেই সেখান থেকে 'বঙ্গবন্ধু' মুজিবের 'অস্তিত্ব' মেটাতে ব্যস্ত ইউনুস সরকার সহ সেদেশের জনগণেরা। বেশ সময় ধরে শোনা যাচ্ছিলো বাংলাদেশে নতুন নোট আনা হবে, আর তাতে থাকবে না মুজিবের ছবি। তবে নতুন নোটেও বজায় থাকছে মুজিবের ছবি। আগামী ১৯শে মার্চ বাজারে নতুন নোট ছাড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের তদারকি সরকার। কিন্তু তাতে থাকবে মুজিবের মুখ। বাংলাদেশের এক ব্যাঙ্কের কর্মকর্তার দাবি, এই মুহূর্তে মুজিবের মুখ সরিয়ে নতুন নোট তৈরি করতে গেলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হবে বাংলাদেশে।