Bangladesh | জাতির উদ্দেশ্যে ভাষণেই জাতীয় নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিলেন ইউনুস

মঙ্গলবার ইউনুস জানিয়ে দিলেন আগামী বছরের শুরুতে, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে বাংলাদেশে।
বাংলাদেশে গণভোট এখনো হয়নি। গুঞ্জন উঠছিল জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়েই নির্বাচনের ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা। গুঞ্জন সত্যি হলো। এদিন বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন তিনি। বাংলাদেশের সময় অনুযায়ী, রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণের পরই ইউনুস জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে।